কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের সাঁকরইতে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে কর্মী বৈঠকের আয়োজন করা হয় রবিবার সন্ধ্যায়। এই দিন উপস্থিত ছিলেন অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ মন্ডল,বলরাম নিয়োগী,রাজকুমার মল্লিক, তুহিন শুভ্রা গাঁতই সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা।