ভিন্ন ধরনের চাষে চাষীদের উৎসাহিত করতে এবার মানবাজার দু নম্বর ব্লকের হর্টিকালচার ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে রসুন বীজ বিতরণ করা হলো চাষীদের। শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ মানবাজার-২ নং ব্লক প্রাঙ্গণে এলাকার ৮ জন চাষীর হাতে এই বীজ তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন মানবাজার-২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্কু বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাতো, সহ-সভাপতি সুধীর কুমার মুর্মু।