বর্ধমান ১: বর্ধমানে এলেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ,বর্ধমানের মাঠে মারলেন ৪-৬,মাঠ ঘুরে গাইলেন গান
বর্ধমানে চলছে টেনিস বলের ক্রিকেট টুর্নামেন্ট রাজনন্দিনী কাপ ২০২৫।আর রবিবার দুপুরে এই টুর্নামেন্টের ফাইনালের দিন মাঠে এসে হাজির হলেন বীরেন্দ্র সেহবাগ। মাঠে তৈরি ভিআইপি বক্সে বসে বেশ কিছুক্ষণ খেলা দেখেন তিনি। এরপরেই মাঠে আসেন এবং রাজনন্দিনী একাডেমীর খুদে প্লেয়ারদের সঙ্গে হাত মেলান,তাদের উদ্দেশ্যে বেশ কিছু পরামর্শও দেন। পাশাপাশি মাঠে উপস্থিত প্লেয়ারদের সঙ্গে ও খুদে প্লেয়ারদের সঙ্গে বেশ কিছুক্ষণ ক্রিকেটে খেলেন, মারেন ৪-৬।