নারায়ণগড়: বেলদা তে bla 2 কর্মীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজিত হলো
পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় ব্লকের বেলদা তে অডিটোরিয়ামে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে BLA 2 কর্মীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজিত হলো সোমবার। পাশাপাশি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি এস আই আর প্রসঙ্গে বিশেষ কর্মশালা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট, ব্লক সভাপতি সুকুমার জানা, মিহির চন্দসহ অন্যান্যরা।