কালনা ১: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা, অভিযোগ দায়ের
চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা। কালনা মহকুমা হসপিটালের সুপার এর কাছে লিখিত অভিযোগ দয়ার। CMOH অফিস থেকে তদন্ত কমিটি গঠন করে করা হবে তদন্ত জানালেন সুপার। জানা গিয়েছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর এলাকায় দীপান্বিতা দেবনাথ (২৭) নামের ওই গৃহবধূ ছাদে উঠেছিল কাপড় মেলার জন্য, আর আচমকাই সেখান থেকে পড়ে যান তিনি। শনিবার বিনা চিকিৎসায় কালনা হসপিটালে তার মৃত্যু হয়।