ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ শ্রীলংকা তে বড়জোড়া ব্লকের পাহাড়পুরের ছেলে অমিত ভদ্র পিতা ধ্রুব ভদ্র ভারতের হয়ে অংশগ্রহণ করে ১টি সোনা ও ২টি সিলভার পদক জিতে গ্রামের নাম উজ্জ্বল করেছে। তিনি গ্রামে ফিরতেই সংবর্ধনা দেওয়া হলো গ্রামবাসীদের তরফ থেকে। এবং বড়জোড়া তৃণমূল বিধায়ক অলোক মুখার্জী তাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান।