খানাকুল ২: রামনবমী উপলক্ষে খানাকুলের রাজহাটি এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার অনুষ্ঠান আয়োজিত হল উপস্থিত বিধায়ক।
রাম নবমী উপলক্ষে খানাকুলের রাজহাটি এলাকায় খানাকুল বিজেপির পক্ষ থেকে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রার অনুষ্ঠান আয়োজিত হলো। এদিন বিকালে শোভাযাত্রাটি খানাকুলের রাজহাটি এলাকা থেকে শুরু করে খানাকুলের কামারশাল এলাকা হয়ে মধ্যারাঙ্গ এলাকায় গিয়ে শেষ হয় বলে জানা গেছে।