খোয়াই: খোয়াই সরকারি বালিকা বিদ্যালয়ে ঐতিহ্যবাহী চিত্ররেখা অঙ্কন শিক্ষা কেন্দ্রের বার্ষিক পরীক্ষা সম্পন্ন! ৩৭-তম বর্ষে পদার্পণ
Khowai, Khowai | Nov 30, 2025 *খোয়াই সরকারি বালিকা বিদ্যালয়ে চিত্ররেখা অঙ্কন শিক্ষা কেন্দ্রের বার্ষিক পরীক্ষা সম্পন্ন! ৩৭-তম বর্ষে পদার্পণ!* আজ খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়ে বঙ্গীয় সঙ্গীত কলা কেন্দ্র পরিচালিত দূর্গানগর চিত্ররেখা অঙ্কন শিক্ষা কেন্দ্রের বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় মোট ৩৫৫ জন ছাত্র–ছাত্রী অংশগ্রহণ করে বলে জানান শিক্ষক কুন্তল নাথশর্মা।