চাঁচল ১: চাঁচল সাপ্তাহিক হাটে গো হত্যা বন্ধের দাবিতে ডেপুটেশন ধর্ম রক্ষা সংঘের
চাঁচলে সাপ্তাহিক হাটে গো হত্যা বন্ধের দাবিতে ডেপুটেশন কর্মসূচি ধর্ম রক্ষা সংঘের।যেখানে হিরন্ময় গোস্বামী মহারাজের নেতৃত্বে চাঁচলের সাপ্তাহিক হাট সংলগ্ন এলাকার মানুষরা মিছিল করে থানায় এসে ডেপুটেশন দেন।তিনি দাবি করেন চাঁচল হাটে প্রকাশ্যে গো হত্যা হচ্ছে।যা আইন বিরুদ্ধ।সাথে সনাতনীদের ভাবাবেগে আঘাত হচ্ছে