কন্টেনার বোঝাই মহিষ পাচার আগেই গাড়ি আটকে মহিষ নিয়ে চম্পট একদল ছিনতাইকারী। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চোপড়া দলুয়া এলাকায়। সূত্রের খবর কন্টেনার বোঝাই ওই মহিষের গাড়ি অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তবে ২৭ নং জাতীয় সড়কের চোপড়ার দলুয়া এলাকায় আরেক দল দুষ্কৃতী ওই মহিষ বোঝাই কন্টেনার গাড়িটিকে আটকালে মহিষ পাচারকারী গাড়িতে থাকা চালক সহ কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, পরবর্তীতে দুষ্কৃতীরা ওই গাড়িতে থাকা মহিষ নামিয়ে নিয়ে চম্পট