বর্ধমান ১: বিচারক সংকটের প্রতিবাদে সরব আইনজীবীরা,ল’ক্লার্কদের পেন ডাউনের পাশাপাশি আইনজীবীদের কর্মবিরতি শুরু বর্ধমান আদালতে
মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত কর্মবিরতি পালন শুরু,সোমবার বার অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং তা লিখিতভাবে জেলা জজকে জানিয়ে দেওয়া হয়। ল’ক্লার্করা পেন ডাউন শুরু করেছেন। আদালতের নিয়মিত কাজকর্মে তাঁরা অংশ নেননি। এবার বার অ্যাসোসিয়েশনের কর্মবিরতির সিদ্ধান্তে বিচারব্যবস্থার অচলাবস্থা, আরও সংকট তৈরি হলো বর্ধমান আদালতে । এমনিতেই আদালতে মামলার পাহাড়, বহু মামলা দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় বিচারপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন।