আগামী ৩১শে ডিসেম্বরের পর থেকে রেজিস্ট্রেশন ছাড়া কোনো টোটো রাস্তায় চললে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এমনই নির্দেশ জারি করা হয়েছে মোটরভিকেল দফতর থেকে।সেই নির্দেশ মানার জন্য কাঁকসা ট্রাফিক গার্ড কেও জানানো হয়।সেই মত কাঁকসা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পানাগড়ের সমস্ত টোটো চালক দের তাদের টোটো রেজিস্ট্রেশন করার জন্য অবগত করতে ও রেজিস্ট্রেশন না করলে কি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।সেই বিষয় নিয়েই পানাগড় জুড়ে মাইকে প্রচার চালানো হোচ্ছে।