বেলডাঙ্গা থানার অন্তর্গত মহুলা পেট্রোল পাম্পের সামনে জাতীয় সড়ক এনএইচ–১২-তে ঘটল এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা। অভিযোগ, স্কুটিতে করে নিয়ে যাওয়া নগদ ২৩ লক্ষ টাকা সহ স্কুটিটিই ছিনিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীরা। ঘটনার সময় জাতীয় সড়কে স্বাভাবিক যান চলাচল থাকলেও, মুহূর্তের মধ্যেই ছিনতাই চালিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেলডাঙ্গা থানার পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করতে শুরু হয়েছে