নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা অভিযোগ এল বৃদ্ধর। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ১ ব্লকের বৈরাগীর হাট গ্রাম পঞ্চায়েতের শাকাটির হাট এলাকায়। মৃত বৃদ্ধর নাম দুলাল বর্মন। বয়স আনুমানিক ৫৮ বছর বয়স। রবিবার বেলা দুইটা নাগাদ দেহ ময়নাতদন্তে মাথাভাঙা মর্গে নিয়ে আসা হয়। পরিবার সূত্রে জানা গেছে গত এক বছর থেকে তার ব্রেন টিউমার হয়েছিল। এই নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এদিন নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পুলিশ জানিয়েছেন পুলিশ তদন্ত শুরু করেছে।