ছাতনা ব্লকের ঘোষের গ্রাম অঞ্চলের বিন্দনায় সরকারি কাজে গিয়ে চরম হেনস্তার শিকার হলেন বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীরা। ১১ হাজার ভোল্ট লাইনের পাশের আগাছা কাটাকে কেন্দ্র করে কর্মীদের গাছে বেঁধে মারধর ও ধারালো অস্ত্র চালানোর অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দা রোহিত মণ্ডলের বিরুদ্ধে। ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ। ছাতনা থানার পুলিশ কর্মীদের উদ্ধার করে অভিযুক্তকে গ্রেপ্তার করে। বুধবার তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়।