মৃত ব্যক্তির নাম মাল্লাপ্পা। বয়স ৬৩। তাঁর বাড়ি কর্নাটকের ইয়াদগীর জেলার কঙ্কাল এলাকায়। আদ্রা থেকে ট্রেনে উঠেছিলেন তিনি। মেদিনীপুর স্টেশনে সকাল সাড়ে সাতটা নাগাদ ট্রেনটি থামার পরই ইঞ্জিন থেকে দুটো বগির পর জেনারেল কামরা থেকে তাঁর অচৈতন্য দেহ উদ্ধার হয়