ঠাকুরপুকুর-মহেশতলা: আকড়াবাজারে দুই শ্রমিকের মধ্যে গন্ডগোলের জেরে ছুরির আঘাতে আহত এক শ্রমিক চিকিৎসাধীন কলকাতায় হাসপাতালে
মহেশতলার আকড়া বাজারে, দুই শ্রমিক মধ্যে বচসা কে কেন্দ্র করে ছুরির আঘাত ১ আকড়া বাজারে সোহেল সেখ, ও আলমগীর সেখ দুই লেবারের মধ্যে বচসা শুরু হয়। বচসা এতটাই চরম পর্যায়ে পৌঁছায় যে আচমকায় আলমগীর সেখ (৪০) সোহেল সেখ (২০)কে গলায় বুকে এবং পেটে ছুরি দিয়ে একাধিক বার আঘাত করে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সোহেল।