দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে ধাক্কা যাত্রীবাহী সরকারি বাসের। ঘটনায় জখম হয়েছেন বাসের প্রায় ১০ জন যাত্রী। আজ শুক্রবার বেলা ১২:৩০ নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের নলহাটির কলেজ মোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান বালুরঘাট - সিউড়ি রুটের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দফতরের একটি যাত্রী বোঝায় বাস নলহাটি ছেড়ে রামপুরহাটের দিকে যাচ্ছিল। নলহাটি কলেজ মোড়ের কাছে জ্যামে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে।