বরাবাজার: শহরের একটি বেসরকারি লজে আয়োজিত হলো বরাবাজার ইউথ প্রিমিয়ার লিগের প্লেয়ার অকশন
এলাকার যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে বরাবাজার ইয়ং বয়েজ এর উদ্যোগে বরাবাজার ইয়ুথ প্রিমিয়ার লিগ ২০২৫ সেসেন ওয়ান এক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত করা হয়েছে। তারই প্লেয়ার অকশন আয়োজিত হল বরাবাজার শহরের একটি বেসরকারি লজে সোমবার সকাল ১০ টা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত। আগামী ১২ ডিসেম্বর শুরু হবে এই ক্রিকেট টুর্নামেন্ট টি শেষ হবে ১৪ ই ডিসেম্বর।