শীতলকুচি: রাসপূজা উপলক্ষে ১৭ দিনব্যাপী মেলার আয়োজন রথেরডাঙ্গার রাস মেলার মাঠে
রাসপূজা উপলক্ষে ১৭ দিনব্যাপী মেলার আয়োজন রথেরডাঙ্গার রাস মেলার মাঠে,। জানা যায় প্রতিবছরের ন্যায় এ বছরও রথেরডাঙ্গা রাস মেলায় ৮১ তম মেলার আয়োজন করা হয়েছে. এই মেলার বিশেষ আকর্ষণ বিভিন্ন রকমের দোকান সহ নগরদোলা, সার্কাস,ব্রেকডান্স সহ কচিকাচাদের মনোরঞ্জন এর সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। এছাড়াও রথের ডাঙ্গা রাস পূজার মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে বলে জানায় রথেরডাঙ্গা রাস পূজা কমিটি।