কাঁকসা: রাজবাঁধে অটল বিহারী বাজপেয়ির মূর্তি বসানোকে ঘিরে উত্তেজনা,পুলিশের সাথে ধস্তাধস্তি BJP-র,ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী,
কাঁকসা:- কাঁকসার রাজবাঁধে অটলবিহারী বাজপেয়ীর মূর্তি বসানোকে ঘিরে চরম উত্তেজনা। ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন ও তুলসী পূজন দিবস উপলক্ষে বিজেপির তরফে সোমবার মূর্তি স্থাপনের কাজ চলাকালীন পুলিশ তা আটকায়। পুলিশের দাবি, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের জমিতে অনুমতি ছাড়া নির্মাণ কাজ হচ্ছিল, সেই অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ।