তমলুক: আপনারা দিদির দূত করুন আর পিসির ভূত করুন কোন লাভ হবে না,আজ দেবীপুরে SIR নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে বলেন বিরোধী দলনেতার
পূর্ব মেদিনীপুর জেলার দেবীপুরে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল মন কি বাত কর্মসূচিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন SIR 100%হবে না। AI পদ্ধতিতে ফটো স্ক্যান করে শ্বশুরকে বাবা আর বাবাকে শ্বশুর বানিয়েছে। শুভেন্দু বাবু আইপ্যাক আর তৃণমূলকে কটাক্ষ করে বলেন আপনারা দিদির দূত করুন আর পিসির ভূত করুন কোন লাভ হবে না