মঙ্গলকোট: মঙ্গলকোটে জোরকদমে শুরু হয়েছে আমন ধান ঝাড়াইয়ের কাজকর্ম, সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রির লক্ষ্যে তৎপরতা তুঙ্গে
মঙ্গলকোটে জোরকদমে শুরু হয়েছে আমন ধান ঝাড়াইয়ের কাজকর্ম। রবিবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ এমনই দৃশ্য দেখা যায়। প্রসঙ্গত, সরকারি উদ্যোগে ইতিমধ্যেই এলাকায় এলাকায় সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। তাই কৃষকদের মধ্যেও ধান ঝাড়াইয়ের এবার তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। কারণ, কৃষকরা তাদের উৎপাদিত ফসল সহজেই সরকারি সহায়ক মূল্যে বিক্রি করতে পারছেন এবং সেই টাকা আলু চাষের কাজে লাগতেও পারছেন।