বর্ধমান ১: বিহার থেকে বাবার কাছে হুগলির আরামবাগে বেড়াতে এসে সড়ক পথ দুর্ঘটনায় মৃত্যু হল কিশোরের
বিহার থেকে বাবার কাছে হুগলির আরামবাগে বেড়াতে এসে সড়ক পথ দুর্ঘটনায় দীর্ঘ ৩৮ দিন চিকিৎসার পর অবশেষে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হল কিশোরের। মৃত কিশোরের নাম মহম্মদ আব্দুল রাজ্জাক (১৭) বিহারে তার বাড়ি। তার বাবা আরামবাগে কাজ করতেন জানা গেছে কালী পুজোর সময় সে বিহার থেকে বেড়াতে এসেছিল বাবার কাছে। গত একুশে অক্টোবর বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে চড়ে ঘুরতে বেরিয়েছিল, সেই সময় আরামবাগের পারুল মোড়ের কাছে মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় কিশোর।