গ্রামবাসীরা হয়েছে জোট! নো ব্রীজ, নো ভোট। শুক্রবার এই স্লোগানকে সামনে রেখে প্ল্যাকার্ড হাতে মারনাই সুই নদীর ঘাট থেকে মিছিল করে এসে পঞ্চায়েত দপ্তরের বাইরে বিক্ষোভ দেখালেন এলাকার কয়েক শতাধিক বাসিন্দা। বিক্ষোভে সামিল হতে দেখা যায় এলাকার মহিলা ও শিশুদের। সকলের দাবি মারনাই সুই নদীর উপরে অবিলম্বে কংক্রিটের ব্রীজ নির্মণ করতে হবে। জানা গিয়েছে, গত মাসে ইটাহারের মারনাই অঞ্চলের সুই নদীর দু'পারের বাসিন্দারা ভোট বয়কটের হুশিয়ারি দিয়ে আন্দোলন করেছিল।