15 হাজার টাকা বেতন সহ 8 দফা দাবি জানিয়ে কর্ম বিরতির ডাক দিয়ে রানাঘাটে আন্দোলন আশা কর্মীদের। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আশা কর্মীরা রানাঘাট মহকুমা শাসকের বাসভবনের সামনে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেন। আশা কর্মীদের দাবি তাদের ন্যূনতম বেতন 15 হাজার টাকা করতে হবে। পাশাপাশি সমস্ত বকেয়া ইনসেন্টিভ প্রদান ও কর্মরত অবস্থায় মৃত্যু হলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ মোট 8 দফা দাবি রয়েছে।