বাগনান ১: বাগনান খালোড় পশ্চিমপাড়া পুকুর থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ।
বাগনান খালোড় পশ্চিম পাড়ায় একটি পুকুরে দুপুরের পর এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখা যায়, শনিবার আনুমানিক 3 টে নাগাদ ওই এলাকার এক বাসিন্দা প্রতিদিন দুপুরে স্নান করার জন্য পুকুরে যান ঠিক তখনই একটি বডি ভাসতে দেখেন তিনি তারপর তিনি এসে সেটি বাড়িতে বলেন তারপর এলাকার পঞ্চায়েতে খবর দিলে বাগনান থানার পুলিশ আসে। এসে বডিটিকে পুকুর থেকে তোলা হয়, জানা যায় মৃত ব্যক্তির নাম জয়া বেরা বয়স 65 ওই এলাকারই বাসিন্দা স্বামীর নাম সন্ন্যাসী বেড়া ,