শুক্রবার দুপুর থেকেই কৃষ্ণনগর সদর হাসপাতাল সংলগ্ন CMOH দপ্তরের সামনে রাস্তা অবরোধ করে অবস্থান বিক্ষোভে সামিল হন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা।বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আশাকর্মীরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড হয়েও ন্যায্য পারিশ্রমিক ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। মাসিক ১৫ হাজার টাকা স্থায়ী বেতনের পাশাপাশি অবসর ভাতা, চিকিৎসা সুবিধা ও কাজের স্বীকৃতির দাবিতে তারা এই আন্দোলনে নামেন।দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন হবে।