সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম মেমারী শহর যুব তৃণমূলের সভাপতি ফারুক আবদুল্লা সহ ৪ জন । দুর্ঘটনা বর্ধমান আরামবাগ রাজ্য সড়কে রায়নার মীরেপোতা বাজার এলাকায় । আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান হাসপাতালে । জানা গেছে একটি চার চাকা গাড়ি করে আরামবাগ অভিমুখে যাচ্ছিলেন যুব তৃণমূল সভাপতি সহ আরো তিনজন । মীরেপোতা বাজার এলাকায় একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে চারচাকা গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে । রাস্তার ধারে ব্যবসায়ীক প্রতিষ্ঠানের সামনে রাখা একটি বাইকে সজোর