বেলডাঙ্গা থানার বিভিন্ন এলাকা থেকে চুরি হয়ে যাওয়া ৮টি সাইকেল উদ্ধার করল বেলডাঙ্গা থানা পুলিশ। উদ্ধার হওয়া সাইকেলগুলি আজ যথাযথ যাচাইয়ের পর প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর নিজের হারানো বা চুরি হয়ে যাওয়া সাইকেল ফিরে পেয়ে খুশি ও স্বস্তি প্রকাশ করেন সাইকেল মালিকেরা। তারা বেলডাঙ্গা থানা পুলিশের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান এবং সাইকেলগুলি নিজ নিজ বাড়িতে নিয়ে যান। সাইকেল চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।