আই পেক অফিসে ইডি হানার প্রতিবাদে পুরুলিয়া শহরের স্টেশন পাড়া থেকে টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল বের হল। মিছিলের নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন পুরপ্রধান ও টাউন সভাপতি । ঘটনার তীব্র নিন্দা করে ধিক্কার জানানো হয়।
পুরুলিয়া ২: আই পেক অফিসে ইডি হানার প্রতিবাদে পুরুলিয়া শহরের স্টেশন পাড়া থেকে টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল বের হল - Purulia 2 News