গলসি ১: পুরসা এলাকায় রাইস মিলের ট্রান্সফর্মায় আগুন চাঞ্চল্য ছাড়ালো এলাকায় আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন
শুক্রবার দুপুর ২টোয় রাইস মিলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের গলসি ১নং ব্লকের পুরসা এলাকায়। ১৯নং জাতীয় সড়কের ধারে অবস্থিত একটি রাইস মিল থেকে হঠাৎ অস্বাভাবিক হারে ধোঁয়া বের হতে দেখে ছুটে আসে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাইস মিলের ইলেকট্রিক রুমে থাকা ট্রান্সফর্মায় আচমকাই আগুন লাগে। কয়েক মিনিটের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে সেই আগুন, ধোঁয়ায় ভরে যায় আশপাশের এলাকা। আতঙ্কে অনেকেই সরে যেতে থাকেন নিরাপদ স্থানে।