পুরুলিয়া ২: জব কার্ডের সাথে আধার কার্ড লিংকের ক্যাম্পে মানুষের ভিড় উপচে পড়লো পুরুলিয়া ২ ব্লকের ভাংড়া গ্রামের ক্যাম্পে
এলাকার শ্রমিক শ্রেণীর মানুষদের জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্কের প্রক্রিয়াকে কেন্দ্র করে আজ মানুষের ভিড় উপচে পড়লো পুরুলিয়া দু নম্বর ব্লকের ভাংড়া গ্রাম পঞ্চায়েতের ভাংড়া গ্রামে । এর জন্য ওই গ্রামে একটি বিশেষ ক্যাম্প করা হয় ।