প্রচণ্ড কনকনে শীতের মধ্যে গরিব ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াল F.M.C Foundation। আজ ভগবানগোলা এলাকায় ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই মানবিক উদ্যোগে ধাপে ধাপে প্রায় দেড়শো জন অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন F.M.C Foundation-এর কোষাধ্যক্ষ দৌলত হোসেন পরামান, মোঃ তৈহিদ এবং ভগবানগোলা ফাউন্ডেশনের সভাপতি বুলবুল আহমেদ। বুলবুল আহমেদের নেতৃত্বে একে একে দুস্থ মানুষরা এসে শীতবস্ত্র গ্রহণ করেন।