মঙ্গলবার ফিতে কেটে রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শৈলেন বর্মা ও বুথ সভাপতি ইউনুস আলী। জেলা পরিষদের অর্থনুকূল্যে রাস্তাটি তৈরি হবে বলে জানা গেছে। ১৪৫০ মিটার লম্বা এবং ৩ মিটার চওড়া। এ রাস্তাটি টিকসই অনেক বেশি হবে বলেও জানা গেছে।