শান্তিপুর: পথশ্রী প্রকল্পে কাজের নজিরে শান্তিপুর ব্লকে, 23 কোটি টাকা ব্যায়ে প্রায় 23 কিমি রাস্তা তৈরির উদ্যোগ,জানালেন BDO শান্তিপুর
Santipur, Nadia | Dec 28, 2025 পথশ্রী প্রকল্পে কাজের নজিরে নজির গড়লো শান্তিপুর ব্লক। এখনো পর্যন্ত 23 কোটি টাকা ব্যায়ে প্রায় 23 কিলোমিটার রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যার কাজ অবিলম্বে শেষ হবে বলে এদিন জানিয়েছেন শান্তিপুর ব্লকের বিডিও। প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প পথশ্রী তে চতুর্থ দফায় শান্তিপুর ব্লকে মোট 24 টি রাস্তা নির্মাণের কাজ করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এই 24 টি রাস্তা মিলিয়ে মোট 23 কিলোমিটার রাস্তা তৈরি হবে। যার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আর এই পথশ্রী প্রকল্প নিয়ে শান