মুরারই ২: পাইকর 232ও পাইকর 234 নম্বর বুথে ভোটারদের SIR ফর্ম ফিলাপ করাতে সহায়তা করছেন শিক্ষা অনুরাগী থেকে তৃণমূল নেতৃত্বরা
আজ 21 ই নভেম্বর শুক্রবার বিকেল থেকে মুরারই ২ নম্বর ব্লকের পাইকর 1 পঞ্চায়েতের পাইকরে 232 নম্বর ও234 নম্বর বুথের ভোটারদের SIR এর ফর্ম ফিলাপ করাতে সহায়তা করছেন এলাকার শিক্ষা অনুরাগী থেকে ওই ওয়ার্ডের তৃণমূলের নেতৃত্বরা। জানা গিয়েছে যারা নিজে থেকে SIR ফর্ম ফিলাপ করতে পারছে না, তাদের সহায়তা করছেন স্থানীয় শিক্ষানুরাগী থেকে ওই ওয়ার্ডের তৃণমূলের নেতৃত্বরা।এদিন 21ই নভেম্বর শুক্রবার বিকেলের দিকে সেই ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায়।