অন্ডাল মধুজোড় কোলিয়ারিতে গ্রামবাসীদের বিক্ষোভ। অন্ডাল মধুজোড় কোলিয়ারিতে বেসরকারি সংস্থার মাধ্যমে খনি চালুর উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ দেখালেন ভাদুর, দক্ষিণখণ্ড, কালিপুর ও কাজোরা—এই চার গ্রামের বাসিন্দারা। "কৃষি জমি জীবন জীবিকার রক্ষা কমিটি"-র নেতৃত্বে প্রায় ৫০০ বিঘা কৃষিজমি রক্ষার দাবিতে শনিবার দুপুর তিনটের সময় আন্দোলন হয়। গ্রামবাসীদের অভিযোগ, জমি অধিগ্রহণের পুরনো প্রতিশ্রুতি ও বকেয়া ৩২টি চাকরি না দিয়ে ECL বেসরকারি কোম্পানিকে দিয়ে প্রকল্প চালাতে