ঘটনাটি বুধবার রাতে তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত অন্দরনফুলবাড়ী সুভাষপল্লী এলাকার ঘটনা। তৃণমূলের ওই বুথ সভাপতির নাম নিতাই ধর। অভিযোগ তিনি আগে বিজেপি করতেন। বর্তমানে বিজেপি ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসের যোগদান করেন এবং এলাকায় শক্তিশালী সংগঠন তৈরি করেন। যার জন্য দল তাকে বুথ সভাপতি পদ দিয়েছে। এই অপরাধে রাতের অন্ধকারে তার উপর এই প্রাণঘাতী হামলা চালায় বিজেপি এমনটাই অভিযোগ। যদি অভিযোগ অস্বীকার বিজেপির।