উলুবেড়িয়া ২: সূচনা হল রঘুদেবপুর বাবা বড়ে খান গাজী রহমান মাজারের ঊরুষ উৎসব
রঘুদেবপুর বাবা বরেখান গাজী রহমান মাজারের উরুস উৎসবের সূচনা হল বৃহস্পতিবার বিকাল ৪ টে নাগাদ। এদিন ঊরুস উৎসবের নানা উপকরণ সঙ্গে নিয়ে গোটা এলাকা পরিদর্শন করেন বরে খান গাজী রহমানের অনুগামীরা। পরে এদিনের এই ঊরুশ যাত্রা শেষ হয় রঘুদেবপুর বাবা বরে খান গাজী রহমান মাজারের সামনে। আর এদিনের এই ঊরুষ উৎসবের সূচনা যাত্রায় পা মেলায় ওই এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার বহু বিশিষ্ঠ জনেদের পাশাপাশি বহু সাধারণ মানুষ।