চন্দ্রকোনা থানার অন্তর্গত ক্ষীরপাই এলাকায় বাইক ও একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে আজ দুপুর ২ টা নাগাদ। জানা যায়, একটি বাইক ক্ষীরপাই থেকে রামজীবনপুরের দিকে যাচ্ছিল এবং অপরদিক থেকে একটি গাড়ি রামজীবনপুর থেকে ক্ষীরপাইয়ের দিকে আসছিল। এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন বাইক আরোহী। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ। আহত বাইক আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।