লাভপুরের ঠিবা অঞ্চলের বলরামপুর গ্ৰামে আজ অর্থাৎ মঙ্গলবার ছিলো সংখ্যালঘু সম্প্রদায় দের নবান্ন উৎসব। আর সেই নবান্ন উৎসব উপলক্ষে এদিন সকালে আয়োজিত হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির। উপস্থিত ছিলেন- জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আব্দুল মান্নান, ঠিবা অঞ্চল সভাপতি শাহিন কাজি, অঞ্চলের সহ-সভাপতি লালু পাল প্রমুখ।সকালে রক্তদান ও স্বাস্থ্য শিবির শেষে বিকেলে সংশ্লিষ্ট এলাকার কচিকাঁচাদের নিয়ে বিভিন্ন ধরনের খেলা ধুলার পাশাপাশি সন্ধ্যায় মিলন মেলার।