কেশপুর: কেশপুর ব্লক জুড়ে বৃষ্টি জেরে ভোগান্তি সাধারণ মানুষ।পূজো মণ্ডপে পুনর্থীদের ভিড় আগের দিনের চেয়ে কম
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সকাল থেকেই জোড়া নিম্নচাপের ফলে বৃষ্টি দেখা গিয়েছে রাজ্য সহ কেশপুরেও আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কেশপুর ব্লক জুড়ে। কেশপুরের এক পুজো মন্ডপের পুরোহিত বলেন আগের দিনের তুলনায় আজকে একটু ভিড় কমই দেখা গিয়েছে সকাল থেকেই চলছে বৃষ্টি তবে বৃষ্টি কমলেই পুনর্থীরাও আসতে শুরু করবে