বোলপুর গিয়ে আর বাড়ি ফেরা হলো না কীর্ণাহার নাগডিহি পাড়ার বছর (২৬) যুবক গোষ্ট যশের।সোমবার রাতে বোলপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার।মঙ্গলবার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোষ্ঠ পেশায় ভটভটি চালক সোমবার বিকেলে বন্ধুদের সঙ্গে মোটরবাইকে বোলপুর যায়। সেখানেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইক নিয়ে ডাম্পারের পিছনে ধাক্কা দেয় সে। গুরুতর আহত হন গোষ্ট।পরে পুলিশ ও স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষ।