আউশগ্রামের আদুরিয়ার জঙ্গলে দ্রুত বাড়ছে বন্যপ্রাণীর সংখ্যা। আর শীতের মরশুমে পর্যটকদের প্রধান আকর্ষণ হয়ে ওঠবে আদুরিয়া বিটের অধীনস্থ এই গভীর অরণ্য। ময়ূরের ডাক, লালমাটির সরু রাস্তার সৌন্দর্যের মাঝেই বাড়ছে বনদপ্তরের জমি দখলের প্রবণতা। বনকর্মীদের নজর এড়িয়ে জঙ্গল দখল করে কোথাও বাড়ি, তো কোথাও আবার ছাগলের ফার্ম তৈরির চেষ্টা চালানোর অভিযোগ উঠছে কিছু অসাধু মানুষের বিরুদ্ধে।