ইটাহার: দুর্লভপুর লাইন বাজার সহ কংগ্রেসের পৃথক ৩টি SIR সহায়তা শিবির পরিদর্শন করলেন প্রাক্তন MLA তথা কংগ্রেস নেতা অমল আচার্য
SIR প্রক্রিয়ায় সাধারণ মানুষের যাতে কোনও রকম সমস্যা না হয়, সেই উদ্দেশ্যে TMC ও BJPর পাশাপাশি মাঠে নেমেছে ইটাহার ব্লক কংগ্রেস। ইতিমধ্যে ব্লকের প্রতিটি অঞ্চলে ইটাহারের প্রাক্তন MLA তথা কংগ্রেস নেতা অমল আচার্যর উদ্যোগে খোলা হয়েছে সহায়তা শিবির। এই সহায়তা কেন্দ্র থেকে ইনিউমারেশন ফ্রম পূরণে কি কি নথী প্রয়োজন এবং কিভাবে ফর্ম পূরণ করতে হবে সেই বিষয়ে সাধারণ ভোটারদের সাহায্য করছে কংগ্রেস নেতৃত্বরা। শুক্রবার ইটাহার ব্লকের সব ৩টি শিবির পরিদর্শন করেন কংগ্রেস নেতৃত্বরা।