সোনামুখী: BJP চালিত ডিহিপাড়া পঞ্চায়েত অফিসের গেটে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পোস্টার; বিদায়ী সাংসদকে কটাক্ষ তৃণমূল প্রার্থীর
BJP-র পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পোস্টার পড়ল ডিহিপাড়া পঞ্চায়েত অফিসের গেটে।পোস্টারে প্রধানকে 'অত্যাচারী, দূরাচারী' বলা হয়েছে। যদিও প্রধানের দাবি, এই ঘটনার সঙ্গে BJP যুক্ত নয়, তৃণমূল এই কাজ করেছে। অন্যদিকে, বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বলেন, গতকালই ওখানে BJP প্রার্থী গিয়েছিলেন, নিশ্চিত এমন কোনও ঝামেলা পাকিয়ে এসেছেন যার জেরে তাঁর দলেরই অ্যান্টি লোকেরা পঞ্চায়েত প্রধানকে হটানোর জন্য এই কাজ করেছে।