ঝাড়গ্রাম: বালিভাষায় খড়গপুর-চিচিড়া ৪৯ নাম্বার জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাঁচলো চালক
বালিভাষায় খড়গপুর-চিচিড়া ৪৯ নাম্বার জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাঁচলো চালক । সোমবার সকাল থেকেই ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম ছিল ঝাড়গ্রাম জেলা জুড়ে। এই অবস্থায় ঝাড়গ্রাম থানার বালিভাষা এলাকায় জাতীয় সড়কে মানিকপাড়ার দিক থেকে একটি লারি রং-রুটে লোধাশুলির অভিমুখে যাচ্ছিল। সেই সময় লোধাশুলির দিক থেকে অন্য একটি লারি খড়গপুরের অভিমুখে আসছিল। কুয়াশার কারণে দুই লারি নিয়ন্ত্রণ হারিয়ে একে অপর কে মুখোমুখী ধাক্কা মারে।