খোয়াই: পদ্মবিল ব্লকের তুইহাঁচিং ভিলেজের নির্মাণাধীন রাস্তার কাজ পরিদর্শন করেন প্রতিনিধি দল
Khowai, Khowai | Dec 1, 2025 খোয়াই মহকুমাধীন পদ্মবিল আর ডি ব্লক অন্তর্গত তুইহাঁচিং এ ডি সি ভিলেজ। তুইহাঁচিং এ ডি সি ভিলেজের তুলাবাড়ি গ্রাম বিগত বহু বছর ধরে এই গ্রামের সাথে অন্যান্য গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বহুবছর ধরে গ্রামের একটি ভালো রাস্তা ছিল না।সড়ক নির্মাণকাজও দ্রুত গতিতে চলছে। এই রাস্তা নির্মাণের কাজ গুণগত মান বজায় রেখে হচ্ছে কিনা। তাছাড়া রাস্তা ঠিকঠাক ভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে এ রাস্তাটি পরিদর্শন করলেন এক প্রতিনিধি দল আজ দুপুরে।