শীতলকুচি: ডাকঘরা বাজারে তৃণমূল কংগ্রেসের বিএল এ টু দের নিয়ে ভোট রক্ষা শিবির আয়োজিত হলো, উপস্থিত পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী
রবিবার শীতলকুচি ব্লকের ডাকঘরা বাজারে শীতলকুচি ব্লকের ভাওইরথানা, বড় কৈমারী ,খলিশামারী ও গোসাইরহাট অঞ্চলের তৃণমূল কংগ্রেসের বি.এল ও টু দের নিয়ে ভোট রক্ষা শিবির আয়োজিত হয়। এই ভোট রক্ষা শিবিরে বাংলার কোন বৈধ ভোটার যাতে ভোটার তালিকা থেকে বাদ না হয় সেই পরিপ্রেক্ষিতে বিএলও টুদের নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে শীতলকুচি ব্লকের বিভিন্ন অঞ্চলের তৃণমূল দলীয় নেতৃত্বদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ হয়।